ওবায়দুল কাদের শঙ্কটমুক্ত: হানিফ
প্রকাশিতঃ 1:40 pm | March 06, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থা ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে, তার জীবন আর সঙ্কটাপন্ন নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বুধবার(৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মলনে তিনি সাংবাদিকদের একথা জানান।
ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। কার্ডিওলজিস্ট ডা. ফিলিপ কোহর নেতৃত্বাধীন একটি মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। গতকাল তিনি এক ব্রিফিংয়ে জানিয়েছিলেন, ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করা হতে পারে।
বুধবার মাহবুবুল আলম হানিফের ব্রিফিং চলাকালেই সিঙ্গাপুর থেকে ফোন করেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক আবু নাসার রিজভী। তিনি জানিয়েছেন, ওবায়দুল কাদেরের চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরের সবগুলো অর্গান (অঙ্গ) কাজ করছে।
মাহবুবুল আলম হানিফ রিজভীর বরাত দিয়ে এ তথ্য জানিয়ে বলেন, ‘আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে তার শরীরের অবস্থা স্বাভাবিক হবে। তারপর বাইপাস করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হবে।
‘আমরা আশা করি শিগগিরই আমাদের নেতা পুরোপুরি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’ যোগ করেন এই আওয়ামী লীগ নেতা।
ব্রিফিংয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সাম্পাদক আবদুস সোবহান গোলাপসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএইচএ