জাতীয় নির্বাচনে অর্জনের ধারাবাহিকতা থাকবে উপজেলায়ও: সিইসি

প্রকাশিতঃ 5:24 pm | February 19, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, জাতীয় নির্বাচনে সমন্বয় ছিলো বলেই ভালো নির্বাচন হয়েছে। তাই সে অর্জনের ধারাবাহিকতা থাকবে স্থানীয় নির্বাচনেও।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে উপজেলা নির্বাচনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে ১২৭টি উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সিইসি নূরুল হুদা বলেন, উপজেলা নির্বাচন প্রতিযোগিতামূলক হবে।

এসময় অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

ভোটাররা যাতে তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, সেই ব্যাপারে উপস্থিত রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেন সিইসি। সেই সঙ্গে তাদেরকে উপজেলা নির্বাচনের প্রয়োজনীয় আইন-কানুনও ভালোভাবে জেনে নেয়ার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, রফিকুল ইসলাম এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদও রিটার্নিং কর্মকর্তাও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন।

কালের আলো/এমএইচএ