ইন্টারনেটে সংযোগ বিচ্ছিন্ন থাকায় কালের আলো’র দুঃখপ্রকাশ

প্রকাশিতঃ 1:17 am | July 25, 2024

কালের আলো ডেস্ক:

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে সারা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল গত ৫ দিন। এ সময় দেশের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম কালের আলো.কম পাঠকদের কাছে সময়মতো সংবাদ পৌঁছে দিতে পারেনি। এ কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত।

আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী স্বাধীনতা বিরোধী অপশক্তি চরম অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালায়। তাঁরা ব্যাপক সহিংসতার মাধ্যমে সরকারের ডাটা সেন্টার আগুনে পুড়িয়ে দেয়। ফলে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত থেকে সারা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আমরা সকলেই জানি দেশের অনলাইন গণমাধ্যমসমূহ পুরোপুরি ইন্টারনেট নির্ভর। কিন্তু এ সংযোগ বিচ্ছিন্ন থাকায় শত চেষ্টায়ও আমরা পাঠকদের সংবাদ পৌঁছে দিতে ব্যর্থ হয়েছি। এমন কঠিন পরিস্থিতিতেও পাঠক ও শুভানুধ্যায়ীরা ধৈর্যসহকারে আমাদের পাশে ছিলেন। আমরা আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। অবিরাম ভালোবাসা আপনাদের জন্য।

 

কালের আলো/এমএএএমকে