কেজিতে ৮০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম
প্রকাশিতঃ 5:47 pm | July 12, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সপ্তাহের ব্যবধানে কেজিতে ৮০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম। প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৩২০ টাকা দরে।
শুক্রবার (১২ জুলাই) সকালে রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং এলাকার কৃষকের বাজারে এ দাম দেখা যায়।
সপ্তাহের একদিন বসা বাজারটিতে কৃষকের উৎপাদিত বিভিন্ন পণ্য পাওয়া যায়। মান ভালো হওয়ার পাশাপাশি এ বাজারের পণ্যের দামও থাকে তুলনামূলকভাবে কম। তবে সেখানেই কাঁচা মরিচের দাম চড়া দেখে পিলে চমকে উঠেছে ক্রেতারা।
মো. মমিনুল ইসলাম নামে একজন ক্রেতা বলেন, আড়াইশো গ্রাম কাঁচা মরিচ চাচ্ছে ৮০ টাকা। মানে কেজি ৩২০ টাকা। চিন্তা করা যায়! কত সপ্তাহেও আমি ২৪০ করে নিয়েছি।
দাম বৃদ্ধির কারণ সম্পর্কে বিক্রেতারা জানান, বৃষ্টিতে কাঁচা মরিচ নষ্ট হয়। তাই দাম আগের তুলনায় বেড়েছে।
এদিকে অস্থায়ী এই বাজারে অন্যান্য পণ্যের দাম তুলনামূলকভাবে কম দেখা গেছে। প্রতি কেজি ঢেঁড়শ ৬০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চিচিঙ্গা। পটল ও দুন্দলের কেজি ৬০ টাকা।
গোল বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বরবটি। কাকরোলের কেজি ১০০ টাকা। ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে উস্তা।
কৃষকের বাজারে প্রতি আঁটি লাউশাক ৩০ টাকা ও পুঁইশাক ৪০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে।
কালের আলো/এমএএইচ/ইউএইচ