জাককানইবিতে অনলাইন ভিত্তিক সেমি-একাডেমির যাত্রা শুরু
প্রকাশিতঃ 2:28 pm | February 12, 2019

ক্যাম্পাস প্রতিবেদক, কালের আলো:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদ্বারা পরিচালিত অনলাইন ভিত্তিক কো-কারিকুলার স্কুল সেমি একাডেমীর যাত্রা শুরু হয়েছে।
সোমবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে একাডেমির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোঃ জালাল উদ্দিন, সি এস ই বিভাগের সহযোগী অধ্যাপক দোলন চাঁপা হলের হল প্রভোস্ট জান্নাতুল ফেরদাউস, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের সহকারী অধ্যাপক আল জাবির, বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের প্রভাষক ও বাংলালিংক সেরা ৫ তরুণ লেখকের একজন কথাসাহিত্যিক মেহেদী উল্লাহ এবং প্রভাষক মঞ্জুরে ইলাহি প্রমূখ।
সেমি-একাডেমি পরিচালনা টিমে রয়েছেন, সিএসই বিভাগের শিক্ষার্থী মোঃ ইকবাল হোসেন(প্রতিষ্ঠাতা, পরিচালক), শাকিল আহমেদ শুভ(বিতর্ক), মোজাম্মেল হক(কম্পিউটার), ইবনুল হায়দার নাকিব(স্কিলস), রোমানা রুমা(অভিনয়), অন্তরা(চিত্রাঙ্কন), প্রান্ত(গিটার), শাহেদ, জাফর প্রমূখ।
প্রসঙ্গত, সেমি একাডেমি এক্সট্রা কারিকুলার বিষয়ক অনলাইন স্কুল। স্কুলটিতে বিতর্ক, আবৃত্তি, নাচ/গান, থিয়েটার/নাট্যচর্চা, খেলাধুলা, স্কাউট/রোভার, ল্যাংগুয়েজ ক্লাব, বিজ্ঞান ক্লাব, বিজনেস ক্লাব, লেখালেখি, চিত্রাঙ্কন, ছায়া সম্মেলন ইত্যাদি প্রসারে ইন্টারনেটে যতকুকু সম্ভব রিসোর্স বিনামূল্যে ছড়িয়ে দিয়ে যাতে দেশের, ডিজিটাল বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থী যারা কিনা প্রত্যন্ত গ্রামেও থাকে, যাতে হাতে পাই, পিছিয়ে পড়া স্কুল গুলোর আগ্রহী শিক্ষকেরাও যাতে উপকৃত করতে পারে তার সন্তান সম শিক্ষার্থীদের, সেই লক্ষ্যে কাজ করে ।
কালের আলো/এডি/এমএইচএ