চার ঘণ্টায় ২০ শতাংশের কম ভোট পড়েছে: ইসি সচিব
প্রকাশিতঃ 2:04 pm | May 29, 2024

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। ৮৭ উপজেলায় দুপুর ১২টা পর্যন্ত প্রথম চার ঘণ্টায় গড়ে ভোট ২০ শতাংশের কম পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. জাহাংগীর আলম।
বুধবার (২৯ মে) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা বিক্ষিপ্তভাবে ভোটের হার পেয়েছি। এতে দেখা গেছে, কোথাও ১৭, কোথাও ১৮ ও কোথাও ২০ শতাংশ ভোট পড়েছে। তবে সামগ্রিকভাবে ২০ শতাংশের কম ভোট পড়েছে। মোট ভোটকেন্দ্র ৭ হাজার ৪৫০। এর মধ্যে অর্ধেক তথ্য পেয়েছি।
কালের আলো/এমএএইচ/ইউএইচ