পরাজয় ও ব্যর্থতায় কালো ব্যাজ ধারণ করবে তারা : কাদের
প্রকাশিতঃ 1:06 pm | February 06, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে সব কেন্দ্রে এজেন্ট না দিতে পেরে পরাজয় ও ব্যর্থতায় কালো ব্যাজ ধারণ কর্মসূচি দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার(৬ ফেব্রুয়ারি) ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়েনের ফরম বিক্রি পরিদর্শন করতে গিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘মনোনয়ন পর্ব শেষ হওয়ার পর প্রত্যাহার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আসলে এখানে দলের অভ্যন্তরীণ ছবিটা কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
আওয়ামী লীগের পক্ষ থেকে বিদ্রোহী প্রার্থীদের হুঁশিয়ারি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘জাতীয় নির্বাচনে আমরা যে হুঁশিয়ারি, মানে আমাদের দলের শৃঙ্খলাদির বিষয়, যেখানে প্রার্থীরা ফেঁসে যায়। তাহলে সেটার বিরুদ্ধে দলের অবস্থানের কথা আমরা বলেছি। দল কঠোর অবস্থানে থাকবে। আমরা এ ব্যাপারে যে সতর্কতার কথা বলেছিলাম এবং কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছিলাম তার ফলে তো বিদ্রোহীর পরিমাণ একেবারে কমে গিয়েছিল। সেটা তো ফলপ্রসূ হয়েছে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এখানেও আমার বিশ্বাস যে এখানে বড় বড় প্রতিদ্বন্দ্বীরা থাকলে অবশ্য একটা সুবিধার। কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা যদি সেভাবে না জমে তাহলে এখানে নানা রকম প্রার্থিতা থাকতে পারে।’
কালের আলো/এএ/এমএইচএ