ফাইটিং ফোর্সে লে: কর্নেল পদে পদোন্নতি প্রাপ্ত নারী সেনা কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
প্রকাশিতঃ 4:23 pm | January 28, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশের ইতিহাসে নারীর ক্ষমতায়নের এক নতুন অধ্যায়ের সূচনাকারী সেনাবাহিনীর ৪ নারী কর্মকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করেছেন।
রবিবার (২৭ জানুয়ারি) গণভবনে নারী কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, বিএসপি, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি উপস্থিত ছিলেন।
নারীদের এমন সাফল্যে প্রধানমন্ত্রী উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার(২৮ জানুয়ারি) বিকেলে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী ও সাহসী সিদ্ধান্তের সফল বাস্তবায়নের উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম বারেরমত ফাইটিং ফোর্সের ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত হয়েছেন ৪ জন নারী সেনা কর্মকর্তা।
চার নারী কর্মকর্তা হলেন, লেফটেন্যান্ট কর্নেল সানজিদা হোসেন(আর্টিলারি), লে: কর্নেল সৈয়দা নাজিয়া রায়হান (আর্টিলারি), লে: কর্নেল ফারহানা আফরীন (আর্টিলারি) এবং লে: কর্নেল সারাহ্ আমির (ইঞ্জিনিয়ার্স)।
গত বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে তারা নিয়োগ পান এবং সেনাবাহিনী প্রধান তাদেরকে লেফটেন্যান্ট কর্নেল পদবীর র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
ফাইটিং ফোর্সের প্রথম নারী ব্যাটালিয়ন কমান্ডার হসেবে নিয়োগ পেয়ে ৪ নারী লে: কর্নেল অনুভূতি ব্যক্ত করতে গিয়ে প্রত্যেকেই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেনা নেতৃত্বেকেও ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, সেনাবাহিনীতে নারীরা কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকেই পুরুষের পাশাপাশি সফলভাবে চ্যালেঞ্জিং দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে সেনাবাহিনীতে রয়েছে নারী প্যারাট্রুপার ও নারী বৈমানিক। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও নারী সেনা কর্মকর্তারা অত্যন্ত সফলতার সাথে বিভিন্ন প্রকার দায়িত্ব পালন করছেন।
কালের আলো/এএ/এমএইচএ