ময়মনসিংহে ডাকাতের গুলিতে এএসআই হাসপাতালে
প্রকাশিতঃ 5:46 pm | January 13, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহ শহরের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির সময় ডাকাতের ছোড়া গুলিতে কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাখাওয়াত হোসেন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার (১২ জানুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে। এএসআই সাখাওয়াত গুলিবিদ্ধ হওয়ার ঘটনা প্রথমে জানাজানি হয়নি। তবে রোববার (১৩ জানুয়ারি) দুপুরে রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি ও জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন ওই পুলিশ সদস্যকে দেখতে গেলে বিষয়টি জানাজানি হয়। পরে এসপি শাহ আবিদ সাংবাদিকদের জানান, এ ঘটনার সঙ্গে জড়িত মুখোশধারী ডাকাতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, মুখোশ পড়ে ৭ থেকে ৮ জন ডাকাত ময়মনসিংহ নগরের নূর অ্যান্ড সন্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় তারা ব্যবসা প্রতিষ্ঠানের ভল্ট ভাঙার চেষ্টা করে। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান। এ সময় কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাখাওয়াত হোসেন গুলিবিদ্ধ হলে দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
কালের আলো/ওএইচ