শুক্রবার ফেনী যাচ্ছেন সেনাবাহিনী প্রধান

প্রকাশিতঃ 7:56 pm | January 10, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আগামীকাল শুক্রবার (১১ জানুয়ারি) ফেনী যাচ্ছেন।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআরের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ শাহাদাৎ হোসেন জানান, ফেনী গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেনাপ্রধান।

তিনি শুক্রবার সকাল সাড়ে ৯টায় পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

কালের আলো/এএ/এমএইচএ