দু’বৃদ্ধাশ্রমে বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির ঈদ উপহার ও ইফতার সামগ্রী
প্রকাশিতঃ 10:53 pm | April 10, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর দু’বৃদ্ধাশ্রমে ১১৪ জন যত্ন বঞ্চিত বৃদ্ধাদের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করেছে
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)।
সোমবার (১০ এপ্রিল) সেবামূলক কার্যক্রমের আওতায় কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভানেত্রী তাহমিদা হান্নান তাদের হাতে ঈদ উপহার ও ইফতার সামগ্রী তুলে দেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, রাজধানীর উত্তরায় অবস্থিত ‘আপন নিবাস বৃদ্ধাশ্রম’ এবং ‘আপন ভূবন বৃদ্ধাশ্রম’ এ ১১৪ জন প্রিয় স্বজনের ভালবাসা ও যত্ন বঞ্চিত বৃদ্ধাদের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বর্তমান সরকার নারীদের সামাজিক নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিয়ে বিধবা ভাতা, বয়স্ক ভাতাসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের এ সকল উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করে বাফওয়া প্রথমবারের মতো বৃদ্ধাশ্রমে উপহার ও ইফতার বিতরণের কর্মসূচী গ্রহণ করে। এই অনুষ্ঠানে বাফওয়া সভানেত্রী তাহমিদা হান্নানসহ বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সহ-সভানেত্রীরা উপস্থিত ছিলেন। একই দিন বাফওয়া সংশ্লিষ্ট কর্মচারীদের মধ্যেও ঈদ উপহার বিতরণ করা হয়।

কালের আলো/এমএইচ/এমএএইচ