নক্ষত্রের আলোয় শেখ রাসেল-আদিবা জুটির নতুন অধ্যায়
প্রকাশিতঃ 3:44 pm | March 10, 2023

কালের আলো রিপোর্ট:
ক্যামেরা আর মুঠোফোনের অনবরত ক্লিক। আনন্দের ফল্গুধারায় ‘মধ্যমণি’ এক বর-কনে। নতুন এই জুটিকে শুভ কামনায় অনন্য এক আয়োজন। একেবারেই বর্ণিল সাজ পার্লামেন্ট মেম্বারস ক্লাবের। ক্ষমতাসীন দলের প্রভাবশালী মন্ত্রী, এমপি, রাজনীতিক, বিচারক, সচিব, সামরিক কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পদস্থ কমর্কতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা। এ যেন সব নক্ষত্রের মেলবন্ধন। ধরণীও যেন ঝিকমিক করে হেসে ওঠে এ বিয়ের জমকালো উৎসব আয়োজনে।
বিশিষ্ট ব্যক্তিত্বদের পদভারে বৃহস্পতিবারের (০৯ মার্চ) রাতটি রীতিমতো বর্ণময়। এই রাতেই জীবনের নতুন অধ্যায়ের সূচনা হলো মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপির ছেলে শেখ রাসেলের। তিনি বিয়ে করেছেন আদিবা সাঈদকে। বিয়ের অনুষ্ঠানে এদিন সন্ধ্যা ৭ টা থেকেই পার্লামেন্ট মেম্বারস ক্লাবে জড়ো হতে থাকেন বর-বধূর কাছের মানুষ ও একান্ত ঘনিষ্ঠজনেরাও।
নতুন জুটিকে আশীর্বাদ জানাতে আসেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল এমপি, শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা.দীপু মনি এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান জাহিদ তুষার, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ ক্ষমতাসীন দলের প্রভাবশালী মন্ত্রী এমপিরা।

শেখ রাসেল-আদিবা সাঈদকে একে একে শুভেচ্ছা জানান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, অ্যাটর্নী জেনারেল এ এম আমিন উদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আখতার হোসেন, জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব আমিনুল ইসলাম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, শিল্প সচিব জাকিয়া সুলতানা, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড.নাহিদ রশীদ, ন্যাশনাল টেলি কমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. আতিকুল ইসলাম, পিবিআই প্রধান বনজ কুমার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর ও নাজিরপুরের আওয়ামী লীগ নেতা-কর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা।
হাস্যোজ্জ্বল মুখে সাদর অভ্যর্থনায় অতিথিদের বরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। যান্ত্রিকতার শেকলে বাঁধা ব্যস্ততার জীবনে সচরাচর একসঙ্গে দেখার সুযোগ নেহায়েতই কম বিশিষ্টজনদের। কিন্তু শেখ রাসেল-আদিবা সাঈদের বিয়ের বরাতেই দেশের সব উজ্জ্বল ব্যক্তিত্বরা সমবেত হয়েছিলেন এই রাতে। অনেকেই একই মঞ্চ ভাগাভাগি করে ভবিষ্যত সুন্দর জীবনের আশীর্বাদ জানিয়েছেন বর-কনেকে।
আবার ডিনারের আগে-পরে আলাপে-আড্ডায় মুখরও ছিলেন সবাই। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে স্টেজে হাসি-আনন্দে মেতেছিলেন বর-কনেও। রাসেল-আদিবা জুটি দোয়া চেয়েছেন সবার কাছে। সবাই দোয়ার পাশাপাশি অন্তরঢালা শুভেচ্ছা-আশীর্বাদে ভাসিয়েছেন নব দম্পতিকে। নতুন এই জুটির জন্য কালের আলো.কম ও দৈনিক সন্ধানী বার্তা পরিবারের পক্ষ থেকেও শুভ কামনা। ভালোবাসা অবিরাম।
কালের আলো/এমকে/জিকেএম