সিঙ্গাপুর গেলেন এরশাদ
প্রকাশিতঃ 12:18 am | December 11, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
সোমবার (১০ ডিসেম্বর) রাত পৌনে এগারোটায় সিঙ্গাপুর এয়ারলাইন্স যোগে ঢাকা ছাড়েন সাবেক এই রাষ্ট্রপতি।
তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, এপিএস মোঃ মনজুরুল ইসলাম ও ব্যক্তিগত স্টাফ আব্দুল ওয়াহাব।
এরশাদ চিকিৎসা শেষে দ্রুতই দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন জাপা মহাসচিব।
বিমানবন্দরে তাকে বিদায় জানান, মহাসচিব মসিউর রহমান রাঙা ও প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদসহ সিনিয়র নেতৃবৃন্দ।
কালের আলো/ওএইচ