টাইগারদের শোচনীয় হারে হোয়াইটওয়াশ এড়াল ভারত
প্রকাশিতঃ 9:56 pm | December 10, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
৪১০ রানের লক্ষ্য। ব্যাট করতে নামার আগে এমনিতেই হেরে বসেছিলো যেন বাংলাদেশ। তবুও বড় রান তাড়া করতে নেমে ব্যাটারদের কাছ থেকে যে দায়িত্বশীল ব্যাটিং আশা করেছিলো সবাই, তার ছিটেফোটাও দেখা গেলো না।
বরং, একের পর এক উইকেট হারিয়ে ৩৪ ওভারে ১৮২ রান তুলতেই অলআউট হয়ে গেলো বাংলাদেশের ব্যাটাররা। যার ফলে ২২৭ রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করে নিতে হলো টাইগারদের। ভারতের ওপেনার ইশান কিশান একা যে রান (২১০) তুললো, তার চেয়েও ২৮ রান কম করেছে পুরো বাংলাদেশ দল।
চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে দলীয় ১৫ রানে মেহেদি হাসান মিরাজের বলে শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। দর্শকরা হয়তো স্বপ্ন দেখতে শুরু করেছে। ঘণ্টা তিনেক পর সেটি দুঃস্বপ্নে পরিণত। দ্বিতীয় উইকেটের পতন ঘটে ৩০৫ রানে! বাংলাদেশের পুরো বোলিং লাইনআপ মিলেও ভাঙতে পারেনি ঈষাণ কিশান ও বিরাট কোহলিকে।
সাকিব আল হাসানের বলে মিরাজের হাতে ক্যাচ দেওয়ার আগে বিরাট কোহলি শতক তুলে নেন। ৯১ বলে করেন ১১৩ রান। বিরাটের সেঞ্চুরি করা বিরাট কিছু নয়। যা বিরাট তা হলো, ঈষাণ কিশানের ইনিংস। বাংলাদেশের বোলাররা ঘুমের মধ্যেও হয়তো বহুদিন ভয় পাবে এমন বিধ্বংসী ইনিংস মনে করে। ১৩১ বলে ২১০ রান করেন। ২৪টি চার ও ১০টি ছয়ের মারে গড়া ইনিংস থামে তাসকিন আহমেদের বলে লিটন দাসের তালুবন্দি হয়ে।
এরপর নিয়মিত উইকেট হারায় ভারত। তবে সর্বনাশ যা হওয়ার আগেই হয়ে গেছে। ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৪০৯ রানে তোলে ভারত। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪১০ রান। অসম্ভবের চেয়েও বেশিকিছু। সেটি তাড়া করতে নেমে ৩৩ রানে প্রথম উইকেট হারায় টাইগাররা। এনামুল হক বিজয় আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে সাকিব করেন সর্বোচ্চ ৪৩ রান। লিটনের সংগ্রহ ২৯। প্রতিরোধ গড়তে পারেনি কেউই। ম্যাচ যে আগেই হাতছাড়া হয়ে গেল। ফলে ৩৪ ওভারে মাত্র ১৮২ রানে অলআউট হয় টাইগাররা। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন সাকিব, তাসকিন ও ইবাদত। ভারতের পক্ষে তিন উইকেট শিকার করেন শার্দুল ঠাকুর। দুটি উইকেট ঝুলিতে পুরেন অক্ষর প্যাটেল ও উমরান মালিক।
তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় করে বাংলাদেশ। তবে শেষ ম্যাচের এমন লজ্জা যেন সিরিজে চাঁদের কলঙ্ক।
কালের আলো/এসবি/এমএম