বিএনপি চায় কমলাপুর স্টেডিয়াম, ডিএমপির প্রস্তাব বাঙলা কলেজ

প্রকাশিতঃ 10:09 pm | December 08, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিএনপি ১০ ডিসেম্বরের গণসমাবেশের জন্য কমলাপুর স্টেডিয়াম মাঠ চেয়েছে। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠের কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাতে ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

তিনি বলেন, আজ রাতেই বিএনপি প্রতিনিধি দল বাংলা কলেজ ও কমলাপুর স্টেডিয়াম মাঠ পরিদর্শন করবে। এরপর সিদ্ধান্ত হবে কোথায় সমাবেশ করা হবে।

বরকতউল্লা বুলু বলেন, ‘ডিএমপি কমিশনার আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়ার কথা বলেছেন। তবে আমরা নয়াপল্টনে গণসমাবেশ করার কথা জানিয়েছি। তারা (ডিএমপি) পল্টনে আমাদের অনুমতি দেননি। এজন্য বিকল্প হিসেবে আমরা কমলাপুর স্টেডিয়াম মাঠ চেয়েছি। ডিএমপি বিকল্প হিসেবে বাঙলা কলেজ মাঠের কথা জানিয়েছে।’

তাহলে আপনারা (বিএনপি) কী পল্টনের সিদ্ধান্ত থেকে সরে এলেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডিএমপি পল্টনে সমাবেশ করতে দেবে না। আমরাও সোহরাওয়ার্দী উদ্যানে যাবো না। তাই বৈঠকে বিকল্প দুটি মাঠের কথা এসেছে।’

কালের আলো/ডিএস/এমএম