বঙ্গবন্ধুর সমাধিতে ইইডি প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

প্রকাশিতঃ 9:17 pm | October 22, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন

এ সময় বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন প্রধান প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার।

শ্রদ্ধা নিবেদনের সময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সরকারি কর্মচারী সমিতি, ইঞ্জিনিয়ারস এসোসিয়েশন, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালের আলো/বিএস/এমএম