ডিএমপির ৪ কর্মকর্তাকে বদলি
প্রকাশিতঃ 6:26 pm | September 20, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চার অতিরিক্ত উপকমিশনারকে (এডিসি) বদলি করা হয়েছে। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বদলি করা হয়।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ট্রাফিক পুলিশের মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. সোহেল রানাকে রমনা ট্রাফিক বিভাগে, পল্লবী জোনের অতিরিক্ত উপকমিশনার মো. আরিফুল ইসলামকে ক্রাইম বিভাগে, রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. মিজানুর রহমানকে মিরপুর ট্রাফিক বিভাগে এবং গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার নাজমুল হাসান ফিরোজকে পল্লবী জোনে বদলি করা হয়েছে।
কালের আলো/ডিএস/এমএম