দশ বছরে অর্ধ শতাধিক তরুণীকে অপহরণ করেছে চক্রটি : ডিবি

প্রকাশিতঃ 5:08 pm | September 04, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে রাজধানীর কল্যাণপুর থেকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়া সেই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি প্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য জানান।

তিনি বলেন, ঢাবি শিক্ষার্থীকে অপহরণকারী শাকিলসহ ৪ প্রতারককে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতার শাকিল জানিয়েছে, শুধু ঢাবি ছাত্রী নয় বরং এর আগে অর্ধশতাধিক তরুণীকে অপহরণ ও দেড় হাজার ছিনতাই করে এই ভুয়া পুলিশের চক্রটি। শাকিল এই গ্রুপের একজন অন্যতম সদস্য।

মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য জানান বলেন, ওই ঘটনার পর গোয়েন্দা পুলিশ মাঠে নামে চক্রটিকে ধরতে। অবশেষে গতকাল (৩ আগস্ট) শাকিল আহম্মেদ রুবেল (২৮), আকাশ শেখ (২২), দেলোয়ার হোসেন (৫৫) ও হাবিবুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি ওয়ারলেস সেট, পুলিশ স্টিকারযুক্ত দুটি মোটরসাইকেল ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিবি জানায়, রুবেল একজন পেশাদার ছিনতাইকারী। সে দেড় হাজারের বেশি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত। ছিনতাইয়ের পাশাপাশি রুবেল নারীদের সঙ্গে অশালীন আচরণও করতো। তার মূল টার্গেট ছিল বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রীরা।

ডিবি প্রধান বলেন, ঢাবির ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে ছিনতাইয়ের আগে রুবেল গত ১২ আগস্ট উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে একটি মোটরসাইকেল ছিনতাই করেন। সেই মোটরসাইকেল পুলিশের স্টিকার লাগিয়ে ঢাবির ওই শিক্ষার্থীকে অপহরণ করে দিয়াবাড়ীতে নিয়ে ছিনতাই করেন।

রুবেলকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ডিবি প্রধান বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি রুবেলের বাড়ি গাজীপুরে। তবে তার আরও দুটি ঠিকানা পাওয়া গেছে। সেগুলো আমরা যাচাই-বাছাই করছি। রুবেল ঢাকায় কোনো বাসা ভাড়া নেননি। রাজধানীর বিভিন্ন হোটেলে রুম ভাড়া নিয়ে অবস্থান করতেন। তারপর মোটরসাইকেল ছিনতাই কিংবা ভাড়া নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা কলেজের শিক্ষার্থীদের টার্গেট করে অপহরণ ও ছিনতাই করতেন।

তিনি বলেন, গ্রেফতার রুবেল এখন পর্যন্ত ঢাকাসহ সারা দেশে দেড় হাজারের অধিক ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছেন। ছিনতাইয়ের পর ৫০ জন মেয়ের সঙ্গে অশালীন আচরণ করেছেন বলেও তথ্য পেয়েছি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাইয়ের ৬টি মামলা রয়েছে। তাকে এবং তার সহযোগীদের রিমান্ডে এনে এ বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

গ্রেফতার রুবেলের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত আছেন কিনা, এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, ‘আমরা রিমান্ডে এনে তাকে আরও জিজ্ঞাসাবাদ করবো। তার সঙ্গে আর কে কে জড়িত রয়েছেন তা জানার চেষ্টা করবো।’

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তৃতীয় বর্ষের এক ছাত্রীকে রাজধানীর কল্যাণপুর এলাকায় রিকশার গতিরোধ করেন মোটরসাইকেলে ‘পুলিশ’ স্টিকার লেখা এক ব্যক্তি। এরপর ওই ব্যক্তি ছাত্রীর হাতে থাকা একটি ব্যাগের দিকে তাকিয়ে কর্কশ ভাষায় বলতে থাকেন— ‘এ ব্যাগে অবৈধ জিনিসপত্র রয়েছে। আপনাকে থানায় যেতে হবে’। কয়েক সেকেন্ডের মধ্যে রিকশা থেকে নামিয়ে ওই ছাত্রীকে মোটরসাইকেলে তুলে দ্রুতগতিতে ছুটতে থাকেন ওই ব্যক্তি। এরপর তুরাগ থানার দিয়াবাড়ীর নির্জন এলাকায় নিয়ে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে ওই ছাত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ছিনিয়ে নেন। এ ঘটনায় তুরাগ থানায় মামলা করেন ভুক্তভোগী ঢাবির ছাত্রী।

কালের আলো/এসবি/এমএম