বাঁচা-মরার ম্যাচে টস হেরেছে পাকিস্তান, খেলছেন নাসিম শাহ

প্রকাশিতঃ 7:58 pm | September 02, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

‘এ’ গ্রুপের শেষ ম্যাচ, শারজাহ স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে হংকং। ভারতের বিপক্ষে দুই দলই হেরেছে নিজেদের প্রথম ম্যাচে। তাই আজ বাঁচা-মরার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে দুই দলের জন্যই।

জিতলে নিশ্চিত হবে সুপার ফোরে খেলা, হারলে ধরতে হবে বাড়ির পথ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে পাকিস্তানের একাদশে রাখা হয়েছে নাসিম শাহকে। ভারতের বিপক্ষে অভিষেকের ম্যাচে চোটে পড়লেও সুস্থ হয়ে ফিরেছেন এই পেসার।

টসে হেরে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেছেন, ‘টস জিতলেও আমরা আগে ব্যাট করতাম। চেয়েছিলাম প্রতিপক্ষকে চাপে রাখতে, সেটাই হবে আশা করি। ভারতের বিপক্ষে যারা খেলেছে তারাই আছে একাদশে। প্রতিটি ম্যাচই নতুন ম্যাচ, তাই আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব। আমাদের আত্মবিশ্বাস একই। ভারতের বিপক্ষে ম্যাচটা হাড্ডাহাড্ডি ছিল, এই ম্যাচও দারুণ হবে আশা করি।’

পাকিস্তান: মোহাম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, নাসিম শাহ, শাহনওয়াজ দাহানি।

হংকং: নিজাকাত খান (অধিনায়ক), ইয়াসিম মুর্তজা, বাবর হায়াত, কিঞ্চিত শাহ, আইজাজ খান, জিশান আলী, স্কট ম্যাকখেনি (উইকেট রক্ষক), হারুন আরশাদ, এহসান খান, আয়ুশ শুক্লা, মোহাম্মদ গজানফার।

কালের আলো/এমএইচ/এসবি