বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা
প্রকাশিতঃ 4:27 pm | August 15, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।
সোমবার (১৫ আগস্ট) দুপুরে অতিরিক্ত আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) ড. মোঃ মইনুর রহমান চৌধুরীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় ডিএমপি কমিশনার (অতিরিক্ত আইজি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি এস এম রুহুল আমিন, এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজি মো. কামরুল আহসান, অতিরিক্ত আইজি মো. মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজি মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি মো. মাহাবুবর রহমান, অতিরিক্ত আইজি ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ, ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কালের আলো/এসবি/এমএম