ময়মনসিংহে বিবিএস’র উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
প্রকাশিতঃ 1:22 am | November 25, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করেছে জেলার অন্যতম বৃহৎ রক্তদাতা সংগঠন ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি (বিবিএস)।
শনিবার দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত শহরের রেলওয়ে স্টেশন এলাকায় এ ক্যাম্পেইন করেন তারা।
এসময় রক্তদানের উপকারিতা জানিয়ে জনসাধারণকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করেন সংগঠনটির সদস্যরা।
ক্যাম্পেইনে প্রায় সাড়ে ৪ শ’ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি মমিনুর রহমান প্লাবন।
ক্যাম্পেইন পরিদর্শন করেন বিবিএস’র উপদেষ্টা আহাদ মোহাম্মদ সাঈদ হায়দার, আনিসুর রহমান ফকির, সমাজকর্মী আলী ইউসুফ।
এসময় বিবিএস’র সহসভাপতি নাসির হোসেন, সাধারণ সম্পাদক আল মাকসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রক্সিসহ কিমিয়া রহমান, ফারজানা তান্নী, মেহরাজ অভি, মেহেদী, আরিফ, জাবের, মুসাফির প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের আলো/ওএইচ