পদ্মা সেতুতে টোল আদায়ে রেকর্ড
প্রকাশিতঃ 10:03 am | July 09, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাক টোলা আদায় হয়েছে। এ সেতু উদ্বোধনের পর এটিই সর্বোচ্চ টোল আদায়। এ সময় ৩১ হাজার ৭২৩টি গাড়ি পারাপার হয়েছে।
পদ্মা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে পরদিন শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মাওয়া প্রান্তে যানবাহনের সংখ্যা ছিল ১৯ হাজার ৬৬৭টি। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৪৭ লাখ ৫০ হাজার ২৫০ টাকা। আর, জাজিরা প্রান্তে যানবাহনের সংখ্যা ছিল ১২ হাজার ৫৬টি। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।
এদিকে, মুন্সীগঞ্জ জোনের সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নাহিয়ান রেজা জানিয়েছেন—জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে গত ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ৮১ লাখ আট হাজার ১২০ টাকা। এ ছাড়া ধলেশ্বরী প্রান্ত দিয়ে ২৭ হাজার ৪০টি গাড়ি এবং ভাঙ্গা দিয়ে ২৪ হাজার ৮১টি গাড়ি পারাপার হয়েছে।
কালের আলো/বিএস/এমএম