৪ দিনেও গ্রেপ্তার হয়নি শিক্ষককে হত্যাকারী শিক্ষার্থী
প্রকাশিতঃ 12:08 pm | June 29, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সাভারের আশুলিয়ায় কলেজ-শিক্ষক উৎপল কুমার সরকারকে প্রকাশ্যে ক্রিকেট স্টাম্প দিয়ে পিটিয়ে ও খুঁচিয়ে হত্যার ঘটনার চার দিন পার হয়ে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে; তবে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
দশ বছর ধরে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করে আসছিলেন উৎপল কুমার সরকার।
গত শনিবার ওই শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের ক্রিকেট খেলা চলাকালে প্রকাশ্যে দশম শ্রেণির এক শিক্ষার্থী ক্রিকেট স্টাম্প দিয়ে প্রথমে উৎপল সরকারকে উপর্যুপরি আঘাত করেন, পরে স্টাম্পের সুচালো অংশ দিয়ে তলপেটে খুঁচিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান।
এ সময় এক শিক্ষক ওই শিক্ষার্থীকে ধরেও ছেড়ে দেন। এ ঘটনায় বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন নিহত শিক্ষকের বড় ভাই অসীম কুমার সরকার।
এদিকে, এ ঘটনায় পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ক্রিকেট স্টাম্প ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক জব্দ করেছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেছেন, অভিযুক্তকে গ্রেপ্তারে একাধিক টিম মাঠে রয়েছে। শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে বলেও জানিয়েছেন তিনি।
কালের আলো/এসবি/এমএম