অপমানের প্রতিশোধ নিয়েছি : কাদের

প্রকাশিতঃ 11:02 am | June 25, 2022

কালের আলো প্রতিবেদক:

পদ্মা সেতু করে অপমানের প্রতিশোধ নিয়েছি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে নিজের বক্তব্য দিতে দিতে আপ্লুত হয়ে পড়েন ওবায়দুল কাদের। বলেন, পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়ে বিশ্ব ব্যাংক বাংলাদেশকে অপমান করেছিল।

কাদের বলেন, প্রধানমন্ত্রী আপনাকে স্যালুট। আপনি দেখিয়ে দিয়েছেন আমরাও পারি। শেখ হাসিনা প্রমাণ করেছেন আমরা বীরের জাতি।

মন্ত্রী বলেন, ‘এই সেতু নির্মাণের পেছনে কারো অবদান নেই। অবদান একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার।’

দেশের সড়ক যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে আজ। উদ্বোধন হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু, যা দেশীয় অর্থায়নে বড় অবকাঠামো নির্মাণে বাংলাদেশের সক্ষমতাও প্রকাশ করবে।

পদ্মা সেতু চালু হলে ফেরি পারাপারের ভোগান্তি থাকবে না দেশের উত্তর-পূর্ব প্রান্তের জেলা সিলেটের জাফলং থেকে খুলনায় যাতায়াতের ক্ষেত্রেও। এই পথের দূরত্ব প্রায় ৫৬৫ কিলোমিটার। ২০০৩ সালে ভৈরব ও আশুগঞ্জের মধ্যে সৈয়দ নজরুল ইসলাম সেতু চালুর পর সিলেট থেকে ঢাকায় সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়। শনিবার পদ্মা সেতু চালু হলে শিমুলিয়া-কাঁঠালবাড়ির ফেরি পারাপারও ইতিহাসের পাতায় ঠাঁই নিতে পারে।

কালের আলো/এমএইচ/এসবি