গাইবান্ধায় গরু বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা ও ছেলের
প্রকাশিতঃ 7:05 pm | June 16, 2022

কালের আলো প্রতিবেদক:
বাড়ির পাশের জমিতে ঘাস খাওয়ার জন্য বেঁধে রেখে এসেছিল নিজের পালিত গরুকে। এক সময় দেখা গেলো সেখানকার বিদ্যুতের খুঁটির সাথে ঝুলে থাকা একটি তারের সংস্পর্শে এসে গরুটি মাটিতে পড়ে ছটফট করছে। গরুটিকে বাঁচাতে গিয়ে গরুর সাথে একইভাবে বিদ্যুতায়িত হয় রিফাত মিয়া নামে ১২ বছরের এক কিশোর। তাকে বাঁচাতে গিয়ে একই কারণে একই পরিণতি বরণ করতে হয় রিফাতের মা রহিমা বেগমকেও।
বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
কামদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন, রহিমা বেগম (৩৫) ও তার ছেলে রিফাত মিয়া (১২)। রহিমা বেগম মহিষমুড়ী গ্রামের বাবু মিয়ার স্ত্রী।
জানা গেছে, আজ বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে ফাঁকা জমিতে গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন রিফাত। এ সময় জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় তাদের গরুটি। পরে রিফাত গরুটিকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় মা রহিমা বেগম ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। একই সঙ্গে গরুটিও মারা গেছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন বলেন, এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কালের আলো/এমএইচ/এসবি