টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশিতঃ 10:00 am | November 22, 2018

কালের আলো ডেস্ক:
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দলের অধিনায়ক সাকিব আল হাসান।
জিম্বাবুয়ের বিপক্ষে আগের সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু সম্প্রতি চোট কাটিয়ে দলে ফিরেছেন সাকিব। ফলে এই সিরিজে তিনিই অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
ওয়েস্ট উইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), কাইরন পাওয়েল, শাই হোপ, শিমরন হিটমেয়ার, রোস্টন চেজ, সুনীল আম্ব্রিস, শেন ডওরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিকেন, কেমার রোচ ও দেবেন্দ্র বিশু।
কালের আলো/এনএম