মানবতাবিরোধী অপরাধে ফাঁসির পলাতক আসামি গ্রেফতার
প্রকাশিতঃ 4:14 pm | June 03, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৩ জুন) র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরে অভিযান চালিয়ে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি মানবতাবিরোধী অপরাধ মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে নওগাঁ জামায়াতের সাবেক নেতা রেজাউল করিম মন্টুসহ তিনজনকে গত ৩১ মে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মৃত্যুদণ্ড পাওয়া অন্য দুই আসামি হলেন- নওগাঁর মো. নজরুল ইসলাম ও মো. শহিদ মণ্ডল। মৃত্যুদণ্ড পাওয়া তিনজনের মধ্যে নজরুল পলাতক ছিলেন। মিন্টু ও শহিদ কারাগারে।
তাদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে আটক, হত্যা, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো তিনটি অভিযোগ আনা হয়।
কালের আলো/ডিএস/এমএম