সিদ্ধান্ত বদলে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন সাকিব
প্রকাশিতঃ 2:35 pm | March 12, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
সাকিব আল হাসান আর আলোচনা-সমালোচনা—এ দুটি ব্যাপার যেন এক সুতোয় গাঁথা। এবারও ব্যতিক্রম হয়নি। দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন না বলে নানা নাটকের জন্ম দিয়েছেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়া বাংলাদেশ দলও চলে গেছে দক্ষিণ আফ্রিকায়। কিন্তু, পুরো দল দেশ ছাড়ার পর নাটকে নতুন মোড় নিল। নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। অবশেষে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন তিনি। আগামীকাল রোববার দক্ষিণ আফ্রিকার জন্য ঢাকা ছাড়বেন বিশ্বসেরা অলরাউন্ডার।
শনিবার (১২ মার্চ) বিসিবি ভবনে সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি। এর আগে তাকে দুই মাসের ছুটি দেওয়ার কথা জানিয়েছিল বিসিবি।
বৈঠক শেষে সংবাদমাধ্যমকে সাকিব বলেন, পাপন ভাইর সঙ্গে পরশু রাতেও কথা হয়েছে, আজও উনার সাথে কথা হয়েছে। যেহেতু আমি তিন ফরম্যাটেই আছি, তিন ফরম্যাটেই সবসময় এভেইলেবল থাকব। বোর্ড সিদ্ধান্ত নেবে কখন আমাকে বিশ্রাম দেওয়া দরকার। দক্ষিণ আফ্রিকা সফরেও আমি এভেইলেবল।
দক্ষিণ আফ্রিকা সফরে ১৮ মার্চ থেকে শুরু হবে প্রথম ওয়ানডে। পরের দুটি যথাক্রমে ২০ আর ২৩ মার্চ। ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ এপ্রিল থেকে। এক মাসের সফর শেষে ১৩ এপ্রিল টাইগারদের দেশে ফেরার কথা।
কালের আলো/বিএস/এমএম