মন্ত্রী-এমপিদের ছেলে-মেয়ে ও ভাইয়েরাও কিনছেন আ’লীগের মনোনয়ন

প্রকাশিতঃ 5:50 pm | November 10, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো:

কিশোরগঞ্জ-১ আসনে টানা চারবার সংসদ সদস্য হয়েছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সম্ভবনা ছিলো। এমন অবস্থায় সৈয়দ আশরাফের পাশাপাশি এ আসনটিতে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন তারই ছোট ভাই প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব:) সৈয়দ শাফায়েতুল ইসলাম।

শুধু কিশোরগঞ্জ-১ আসনেই নয়, সিলেট-১ ,  সিরাজগঞ্জ-১ ও চাঁদপুর-২, নাটোর-৪ প্রভৃতি আসনেও ঘটেছে একই রকম ঘটনা।

কালের আলোর অনুসন্ধানে জানা গেছে, সিরাজগঞ্জ-১ আসন থেকে বাবা মোহাম্মদ নাসিম যিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী, তার ছেলে তানভীর শাকিল জয়। জয় নবম জাতীয় সংসদে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে দশম সংসদ নির্বাচনে মনোনয়ন পান নাসিম।

আওয়ামী লীগের নেতা ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিপরীতে চাঁদপুর-২ আসন থেকে তার ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দিপুও মনোনয়ন কেনেন।

নাটোর-৪ আসন থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুসের বিপরীতে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন তার মেয়ে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি।

সিলেট-১ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিপরীতে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন তার ছোট ভাই এ কে আবদুল মোমেনও। বয়স হওয়ায় অর্থমন্ত্রী মুহিত নির্বাচন থেকে অবসরে যেতে চান। সেই সুবাদে ‘ব্যাকআপ’ হিসেবে মুহিতের আসনে ছোট ভাই মোমেন মনোনয়ন ফরম কিনেন।

আর এ ঘটনাকে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত দলীয় নেতাকর্মীরা বলছেন, অনেকের বয়স হয়েছে, কেউ অসুস্থ, তাদের আসনগুলোতে রক্তের সম্পর্কের ব্যক্তিরা একাধিক মনোনয়ন ফরম কিনছেন। কারণ কেউ যদি নির্বাচন করতে না চান, সেক্ষেত্রে পরিবারের অন্য সদস্যরা নির্বাচন করতে পারবে।

উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টা থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের পাশে নতুন নির্বাচনী অফিসে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।

কালের আলো/ওএইচ