ময়মনসিংহে প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের মিছিল

প্রকাশিতঃ 6:38 pm | November 01, 2018

আগামীকাল শুক্রবার (০২ নভেম্বর) ময়মনসিংহ নগরীতে প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানিয়ে প্রচার মিছিল করেছে ময়মনসিংহ মহানগর শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার(১ নভেম্বর) ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনির নেতৃত্বে মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (০২ নভেম্বর) প্রায় সাড়ে ৫ বছর পর ময়মনসিংহের মাটিতে পা রাখবেন। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ক্ষমতার শেষ মুহূর্তে তার আগমনকে ঘিরে আড়মোড়া ভেঙে চাঙ্গা হয়ে ওঠেছেন দলটির নেতা-কর্মীরা।