গণভবনের পথে ঐক্যফ্রন্ট নেতারা
প্রকাশিতঃ 6:12 pm | November 01, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বহুল প্রতীক্ষার সংলাপে অংশ নিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পথে রওনা দিয়েছেন ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার ৫টা ১৫ মিনিটে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসা থেকে বের হয়েছেন তারা।
মোট ১০টি গাড়িতে করে তারা শান্তিনগর হয়ে গণভবনের উদ্দেশে বের হন। প্রথমেই ছিল ড. কামালের গাড়ি, এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারা ড. কামালের গাড়ি অনুসরণ করে।
এর আগে বিকেল ৪টার মধ্যে সংলাপে অংশ নেয়ার জন্য ড. কামাল হোসেনের বাসায় প্রতিনিধি দলের সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে। সেখানে সংলাপের বিষয়ে আলোচনার পর গণভবনের উদ্দেশে রওয়ানা দেবেন তারা। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ১৪ দলীয় জোট নেতাদের সঙ্গে সংলাপে বসবেন ঐক্যফ্রন্ট নেতারা।
ড. কামাল হোসেনের নেতৃত্বে আজকের সংলাপে অংশ নেবেন, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, এসএম আকরাম, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী, ডাকসু’র সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আ ব ম মোস্তফা আমিন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, গণফোরামের জগলুল হায়দার আফ্রিক, আওম সফিক উল্লাহ, মোতাব্বের খান।
কালের আলো/এনএল