বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ওবায়দুল কাদের

প্রকাশিতঃ 2:21 pm | December 14, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

বুকে ব্যথা ও ঠান্ডাজনিত সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, ‘ঠান্ডাজনিত সমস্যার কারণে কাদের ভাইকে আজ সকালে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’ আওয়ামী লীগের সাধারন সম্পাদকের শারীরিক অসুস্থতা গুরুতর কিছু নয় বলেও জানিয়েছেন বিপ্লব বড়ুয়া।

সেতু বিভাগের গণসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ গণমাধ্যমকে জানান, করোনার বুস্টার ডোজ নেওয়ার পর সেতুমন্ত্রীর শরীরে সামান্য জ্বর আসে। জ্বরের কারণে ও নিয়মিত চেকআপের জন্য সেতুমন্ত্রীকে বিএসএমএমইউতে নেওয়া হয়।

২০১৯ সালের ৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউয়ে ভর্তি হয়েছিলেন কাদের। পরে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর দেশে ফেরেন তিনি।

সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর ২০২০ সালে ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন কাদের। গত বছরের ৯ ফেব্রুয়ারি অসুস্থ হওয়ার পর তাকে আবারও ভর্তি করা হয়েছিল বিএসএমএমইউতে। সুস্থ হওয়ার পর তিনি বাসায় ফেরেন।

কালের আলো/টিআরকে/এসআইএল