স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে পুলিশ
প্রকাশিতঃ 8:45 pm | December 12, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনালে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ১-০ গোলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।
রোববার (১২ ডিসেম্বর) রাজধানীর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ফুটবল স্টেডিয়ামে কোয়াটার ফাইনালের এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার ৪ মিনিটের মধ্যে বাংলাদেশ পুলিশের পক্ষে একমাত্র গোলটি করেন আমির উদ্দিন শরিফি।
আগামী মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত ৮টায় সেমিফাইনাল খেলতে নামবে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব।
কালের আলো/টিআরকে/এসআইএল