এক নজরে সব খবর
প্রকাশিতঃ 8:40 pm | December 12, 2021

ডেস্ক রিপোর্ট, কালের আলো:
১. প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞান নিয়ে ‘২০৪১ এর সৈনিকরা’ প্রস্তুত।
২. সেনাবাহিনীকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব সময় সজাগ ও সর্তক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আজকের এ শপথ গ্রহণের মধ্য দিয়েই নবীন ক্যাডেটদের হাতে দায়িত্ব পড়ল, তোমরা দেশমাতৃকার মহান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে। এ দায়িত্ব পালনে সব সময় সজাগ থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই হবে একমাত্র পেশাগত ব্রত।
৩. কানাডার পর দুবাইয়ে কোথাও ঠাঁই না হওয়ায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দেশে ফিরেছেন। রোববার (১২ ডিসেম্বর) বিকেল ৪টা ৫১ মিনিট নাগাদ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশে ফেরেন বলে বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে।
৪. যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পাঁচটি অঙ্গরাজ্যে পৃথকভাবে বেশকিছু শক্তিশালী টর্নেডোর আঘাতে নিহতের সংখ্যা ৮৪ ছাড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। গত শুক্রবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ও ভোরের দিকে আঘাত হানা টর্নেডোকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বৃহৎ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।
৫. বাংলাদেশ আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, মুক্তিযুদ্ধের সময় ভ্যালরি যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বেদনা দেখে তাঁদের সেবার মধ্য দিয়ে যে কাজ শুরু করেছিলেন, যে আলো তিনি জ্বালিয়েছিলেন, সেই আলো আজ বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছেছে।
৬. ভারতকে বাংলাদেশের প্রকৃত বন্ধু উল্লেখ করে কলকাতা সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, পশ্চিমবঙ্গ থেকে ৭২ ঘণ্টার ভালোবাসা নিয়ে দেশে ফিরব। পশ্চিমবাংলাবাসী এখনও ভোলেনি ৫০ বছর আগের মুক্তিযুদ্ধের চেতনা।
৭. রাজধানীর উত্তরা দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রোরেল। রবিবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা ৩৯ মিনিটে এ রুটে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল যাত্রা শুরু করে আগারগাঁওয়ের উদ্দেশে। তবে ট্রেনে কোন যাত্রী ছিল না।
৮. ঢাকা ও রাজশাহীর সাইবার ট্রাইবুন্যালে ডিজিটাল নিরাপত্তা আইনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো সংসদ সদস্য মুরাদ হাসানের বিরুদ্ধে মামলা করেছেন বগুড়ার এক আইনজীবী।
৯. গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
১০. স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানী ঢাকা শহর একসময় সন্ত্রাসীদের আবাসস্থলে পরিণত ছিল। তেজগাঁও এলাকা একসময় সন্ত্রাস কবলিত ছিল। শুধু এই এলাকা না। পুরো ঢাকা সন্ত্রাস কবলিত ছিল। কোনো ব্যবসায়ী শান্তিতে ব্যবসা করতে পারতেন না। আমিও ব্যবসায়ী ছিলাম। আমাকেও মাঝে মাঝে টেলিফোনে শুনতে হতো যে অমুক জায়গায় এত টাকা চাঁদা দাও, না হলে অমুক, এটা হয়ে যাবে। তখন সব ব্যবসায়ীদের কাছে এইগুলো একদম কমন জিনিস ছিল।
১১. র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এর সাবেক ও বর্তমান কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, যেভাবে র্যাবের কর্মকর্তাদের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এটা অনভিপ্রেত, দুঃখজনক ও অগ্রহণযোগ্য। এজন্য সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। মার্কিন রাষ্ট্রদূতকে তলবের ঘটনা দেশে আগে ঘটেছে কি না জানি না তবে সাম্প্রতিক সময়ে ঘটেনি।
১২. যেসব অভিযোগে র্যাব বা অন্যান্য প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে, তা ঠিক নয় এবং তা কল্পনাপ্রসূত বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
১৩. পারিবারিক কলহের জের ধরে কক্সবাজারের টেকনাফে ঘুমন্ত তিন ছেলে-মেয়েকে তুলে বিষপান করিয়ে নিজেও বিষপান করেছে বাবা আনোয়ার হোসেন (৩৫)। বিষক্রিয়ায় বাবা ও বড় মেয়ে সুমাইয়া আকতার রাফি (৯) ঘরেই মারা যায়। অপর মেয়ে মাহিমা তানিয়া (৩) ও জাবেদ ইকবাল (দেড় বছর) নামে দু’শিশু কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
১৪. আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মার্কিন যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত দেশের ভিতরে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের উৎসাহিত করবে।
১৫. কানাডার পর দুবাইয়ে ঢুকতে চেয়েও ব্যর্থ হওয়া সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান রোববার (১২ ডিসেম্বর) বিকেলেই দেশে ফিরছেন। বর্তমানে তিনি দুবাই বিমানবন্দরে আছেন।
১৬. নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কলেজছাত্র মফিজুল ইসলাম হত্যা মামলায় এক আসামিকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আদালত। এ সময় তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
১৭. রাজধানীর পুরান ঢাকার সুরিটোলায় চতুর্থ তলা একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত জুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছায় ৪টা ১২ মিনিটে।
১৮. দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ২৮ জনে। একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩২৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৩২৫ জনে।
১৯. সরকারের কাজে প্রতিনিয়িত দেশি-বিদেশি বাধা আসছে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, যারা বাধা দিচ্ছে, তাদের এজেন্ডা আছে। আমাদেরও এজেন্ডা আছে, আমাদের এজেন্ডা খুব পরিষ্কার: দারিদ্র্য বিমোচন, জীবনমান উন্নয়ন, বাঙালিকে বাঙালি রূপে বাংলায় প্রতিস্থাপন।
২০. তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ ভাস্কর্য উন্মোচন এবং তার নামে একটি উদ্যান উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে রোববার (১২ ডিসেম্বর) ভোরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
২১. বাংলাদেশের চোখধাঁধানো উন্নয়ন বিশ্বের উন্নত দেশগুলোকে তাক লাগিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রবিবার (১২ ডিসেম্বর) ৫ম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন, উপকৃত সকল জনগণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
২২. র্যাব মানবাধিকার লঙ্ঘন করে না বরং সংবিধান ও আইন মেনে কাজ করে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, আমাদের স্বাধীন মিডিয়া আছে, সুশীল সমাজ আছে। সব দিক থেকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি বিষয় যাচাই-বাছাই করা হয়। এখানে মানবাধিকার লঙ্ঘনের কোনও সুযোগ নেই। সবকিছু আইন এবং বিধির আলোকে সংঘটিত হয়।
২৩. শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
২৪. কানাডা ও দুবাই প্রবেশের দরজা বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফেরেন সদ্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান। রোববার (১২ ডিসেম্বর) বিকেলে এমিরেটসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
২৫. তাবলিগ জামাতের কার্যক্রম নিষিদ্ধ করে সতর্কতা জারি করেছে সৌদি আরব। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১০ ডিসেম্বর) জুমার নামাজের খুতবায় এ সংগঠন সম্পর্কে মানুষকে সতর্ক করার নির্দেশ দিয়েছেন দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী ডা. আবদুল লতিফ আল শেখ। ৬ ডিসেম্বর এক টুইট বার্তায় এ নির্দেশনা জানানো হয়
কালের আলো/টিআরকে/এসআইএল