আমরা সারা বিশ্বেই শান্তির বার্তা দিতে চাই : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ 1:39 pm | December 01, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলে:

আগামী শুক্রবার ও শনিবার (৪ ও ৫ ডিসেম্বর) ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। তাঁদের মধ্যে ৬০ জন প্রতিনিধি সশরীরে অংশ নেবেন। আর, ৪০ জন প্রতিনিধি ভার্চুয়ালি অংশ নেবেন।

বুধবার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ড. এ কে আবদুল মোমেন এসব তথ্য জানান। এ সময়১ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে বিশ্বাসী। সে কারণে আমরা প্রতিবেশী দেশগুলো সঙ্গে চলমান ও বিরাজমান সমস্যাগুলোর শান্তিপূর্ণভাবে সমাধান করেছি। আমরা গোলাগুলি ছাড়াই শান্তি প্রতিষ্ঠা করেছি। আমরা সারা বিশ্বেই শান্তির বার্তা দিতে চাই।

এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ওমিক্রন ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দক্ষিণ আফ্রিকার দেশগুলো থেকে প্রবাসীদের জরুরি প্রয়োজন ছাড়া আসতে নিরুৎসাহিত করা হয়েছে। এ লক্ষ্যে আমরা আমাদের মিশনগুলোকে চিঠি দিয়েছি। তবে কেউ যদি আসেন, তাহলে ১৪ দিন কোয়ারেইন্টেনে থাকতে হবে।

সংবাদ সম্মেলনে ড. মোমেন জানান, বিশ্ব শান্তি সম্মেলনে দক্ষিণ আফ্রিকা থেকে কোনো প্রতিনিধি আসছেন না। সেখান থেকে প্রথমে আমন্ত্রণ জানানো হয়েছিল, পরে স্থগিত করা হয়েছে।

সম্মেলনে রাজনীতিবিদ, শিল্পী, সাহিত্যিক অংশ নেবেন। সম্মেলনে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, নোবেল জয়ী কৈলাশ সত্যার্থী, ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা, ব্রিটেনের সাবেক ফার্স্ট লেডি শেরি ব্লেয়ার অংশ নেবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, আগামী ৪ ডিসেম্বর বিকেলে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ভার্চ্যুয়ালি সম্মেলনের উদ্বোধন করবেন। আর ৫ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কালের আলো/এসবি/এমএম