ইবিতে ফি কমানোর আন্দোলনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন

প্রকাশিতঃ 7:31 pm | October 29, 2018

ইবি প্রতিনিধি, কালের আলো:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফি কমানোর আন্দোলনের কারণ, প্রাসঙ্গিকতা এবং করণীয় সম্পর্কে অনুসন্ধানের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশীদ আসকারী কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আহসান উল আম্বিয়াকে আহবায়ক করে এ তদন্ত কমিটি গঠন করেছেন।

প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান ও ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. রেজওয়ানুল ইসলামকে সদস্য করা হয়েছে।

কমিটিকে যথাশীঘ্র প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ভর্তি ফি সহ আনুসঙ্গিক ফি কমানোর দাবিতে শিক্ষার্থীরা ২৩ অক্টোবর প্রশাসন ভবনের প্রধান ফটক অবরোধ করে এবং তখন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৮ অক্টোবর পর্যন্ত দাবি মেনে নেয়ার সময় দেয়। দাবি মেনে না নিলে লাগাতার আন্দোলনের হুশিয়ারি দেন।

কালের আলো/ওএইচ