‘খেলার মাঠে পাকিস্তানের পতাকা, নেয়া হবে আইনি ব্যবস্থা’

প্রকাশিতঃ 3:00 pm | November 24, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে যারা পাকিস্তানের পতাকা উড়িয়েছে, এর মাধ্যমে তারা কোন কোন আইনের ধারা লঙ্ঘণ করেছে তা দেশের আইনবিদদের ব্যাখ্যা বিশ্লেষণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (২৪ নভেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

আ ক ম মোজাম্মেল হক বলেন, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে দেখেছি অনেকেই পাকিস্তানের পতাকা উড়িয়েছে এটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। পাকিস্তানের সাথে এমনটা হয়েছে এটার জন্য বলছি না এটা যে কোনো দেশের খেলা হলেও মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, আমি যতটুকু বুঝি যেদিন যে দেশের খেলা হয় সেই দেশের নাগরিকরা দেশের সমর্থক করবে। এই কাজের মাধ্যমে তারা দেশের কোন আইন অমান্য করেছে আইনবিদদের ব্যাখ্যা বিশ্লেষণ করে আইনানুগ ব্যবস্থার নেওয়ার আহ্বান জানাচ্ছি।

প্রসঙ্গত, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক টি-টুয়েন্টি সিরিজ চলাকালে অনেক বাংলাদেশি দর্শককে পাকিস্তানের পতাকা ও জার্সি গায়ে স্টেডিয়ামে প্রবেশ করতে দেখা যায়।

কালের আলো/টিআরকে/এসআইএল