আবারও টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা
প্রকাশিতঃ 1:51 pm | November 22, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
তিন ম্যাচের সিরিজের প্রথম দুটিতে হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এবার পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নামছে টাইগাররা।
সোমবার (২২ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
প্রথম দুই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে খেললেও শেষ ম্যাচে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। টেস্টের প্রস্তুতির জন্য দলে নেই সাইফ হাসান। তার বদলে জায়গা করে নিয়েছেন শামিম হোসাইন। ইনজুরির কারণে খেলবেন না দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। তাদের বদলে একাদশে জায়গা করে নিয়েছেন নাসুম আহমেদ ও অভিষিক্ত শহিদুল ইসলাম।
অপরদিকে পাকিস্তান দলে এসেছে দুই পরিবর্তন। ছেলের অসুস্থতার খবর পেয়ে ম্যাচ শুরুর আগেই ঢাকা চেড়েছেন শোয়েব মালিক। পেসার হাসান আলিকে দেওয়া হয়েছে বিশ্রাম। তার বদলে অভিষেক হয়েছে শাহনেওয়াজ দাহানির। মালিকের বদলে একাদশে জায়গা করে নিয়েছেন উসমান কাদির।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, শামিম হোসাইন, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মেহেদী হাসান এবং শহিদুল ইসলাম।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, হায়দার আলী, উসমান কাদির, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ এবং শাহনেওয়াজ দাহানি।
কালের আলো/টিআরকে/এসআইএল