হত্যা মামলায় সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের আমৃত্যু কারাদণ্ড
প্রকাশিতঃ 3:36 pm | November 18, 2021

কালের আলো সংবাদদাতা:
গাইবান্ধার পলাশবাড়ীর চাঞ্চল্যকর হাসান হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম লেবুসহ আটজনের আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। রায়ে আট আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক এই রায় দেন। রায় ঘোষণার সময় ১৬ আসামির মধ্যে ১৩ জন আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম লেবু, ফারুক মিয়া, জালাল উদ্দিন, আঃ রউফ, আবু তালেব, গোলাম মোস্তফা, শাহলম মিয়া, মিজানুর রহমান ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) ফারুক আহমেদ প্রিন্স এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিগত ১৯৯৯ সালের আগস্ট মাসে পলাশবাড়ী উপজেলার আমবাড়ি গ্রামের একটি কলেজের কমিটিকে কেন্দ্র করে ওই কলেজের অধ্যাপক মো. আব্দুলের সঙ্গে নজরুল ইসলাম লেবুর বিরোধ হয়। এ ঘটনায় নজরুলের লোকজন আব্দুলের ওপর হামলা চালায়। এ সময় হাসান আলী গুরুতর আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত হাসান আলীর ভাই আবুল কাশেম ১০ জনের নামে ও অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরবর্তীতে পুলিশ ১৬ জনকে অভিযুক্ত আদালতে অভিযোগপত্র দেয়। মামলার পর নজরুল ইসলামসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়। দীর্ঘ সময় ধরে বিচারিক প্রক্রিয়া চলার পর আদালত ওই ৮ জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন।
কালের আলো/টিআরকে/এসআইএল