শিক্ষার্থীকে ধর্ষণ, প্রাইভেট শিক্ষকের যাবজ্জীবন

প্রকাশিতঃ 9:01 pm | November 16, 2021

কালের আলো সংবাদদাতা:

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে পড়ানো শেষে বাড়িতে পৌঁছে দেওয়ার বাহানায় ধর্ষণের অভিযোগে আবদুস সবুর (৩০) নামে এক প্রাইভেট শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কুড়িগ্রামের বিচারক অম্লান কুসুম জিষ্ণু এই আদেশ দেন। স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত আ. সবুর কু‌ড়িগ্রা‌মের উ‌লিপুর উপ‌জেলার উত্তর পান্ডুল গ্রা‌মের আ. নূ‌রের ছে‌লে। সাজা ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপ‌স্থিত ছিলেন। রায় ঘোষণার পর তা‌কে কারাগা‌রে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূ‌ত্রে জানা গে‌ছে, আসা‌মি আ. সবুর ভুক্তভোগী ওই ছাত্রী‌কে বা‌ড়ি‌তে ডে‌কে নি‌য়ে প্রাই‌ভেট পড়া‌ত। ২০১৩ সা‌লের ১৯ মে রা‌তে আ. সবুর ওই ছাত্রী‌কে বে‌শি সময় ধরে প্রাই‌ভেট পড়া‌নোর পর রাত ৯টার দি‌কে ওই ছাত্রী‌কে বা‌ড়ি‌তে পৌঁ‌ছে দেওয়ার কথা ব‌লে প‌থিম‌ধ্যে এক‌টি বাঁশ ঝা‌ড়ের আড়া‌লে নি‌য়ে ধর্ষণ ক‌রে। ঘটনা প্রকাশ কর‌লে ওই ছাত্রী‌কে প্রাণনা‌শের হুমকি দি‌য়ে বা‌ড়ি‌তে পৌঁ‌ছেও দেয় সবুর।

রা‌তে ওই ছাত্রী আর তার অভিভাবক‌কে কিছু জানায়নি। প‌রদিন সকা‌লে অসুস্থ‌ হ‌য়ে প‌ড়লে বিষয়টি জানা জানি হয়ে যায়। পরে ভুক্ত‌ভোগী ওই ছাত্রীর বাবা বাদী হ‌য়ে সবুরকে আসা‌মি ক‌রে উ‌লিপুর থানায় মামলা দা‌য়ের ক‌রেন।

আসা‌মির বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ আট বছর পর মঙ্গলবার বিকেলে বিচারক আসা‌মি আ. সবুর‌কে যাবজ্জীবন কারাদ‌ণ্ড ও এক লাখ টাকা অর্থদ‌ণ্ডের আ‌দেশ দেন।

এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুর রাজ্জাক এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ টি এম এনামুল হক চৌধুরী চাঁদ।

কালের আলো/টিআরকে/এসআইএল