অভিনব কায়দায় পানের ভাজে ইয়াবা পাচার, আটক ৩

প্রকাশিতঃ 7:58 pm | November 14, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

রাজধানীর শ্যামপুর এলাকা হতে পানের ভাজে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে ৬৫ হাজার ১০৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতাররা হলেন- মোঃ আইয়ুব (৩৫), আব্দুস শুক্কুর (৫৪) ও মোঃ আমির হোসেন (৬৫)।

রোববার (১৪ নভেম্বর) কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান।

এর আগে এদিন সকালে রাজধানী ঢাকার শ্যামপুর থানাধীন পোস্তগোলা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা এসব মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

ডিআইজি মাহফুজুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজারের বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের মধ্যে আসামী আব্দুস শুক্কুর এর নামে পতেঙ্গা মডেল থানায় মাদক মামলা রয়েছে বলে জানা যায়।

তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীদের দেয়া তথ্যমতে তাদের সাথে থাকা পানের ডালা তল্লাশি করে পানের ভাজে ভাজে ৩২৬টি প্যাকেটে সর্বমোট ৬৫ হাজার ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

কালের আলো/টিআরকে/এসআইএল