দেশের প্রেক্ষাগৃহে আলোচিত ‘রেহানা মরিয়ম নূর’

প্রকাশিতঃ 3:11 pm | November 12, 2021

শোবিজ ডেস্ক, কালের আলোঃ

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল আলোচিত বাংলা সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। শুক্রবার (১২ নভেম্বর) দেশের ১২টি হলে মুক্তি পেয়েছে আজমেরী হক বাঁধন অভিনীত আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এ সিনেমা।

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব কান ফেস্টিভ্যালের ৭৪তম আসরে সম্মানজনক জায়গা পায় ‘রেহানা মরিয়ম নূর’। প্রথমবারের মতো বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে অফিসিয়াল সিলেকশন বিভাগ ‘আঁ সার্তে রিগা’-তে স্থান পেয়ে সিনেমাটি ইতিহাস গড়ে।

এছাড়াও এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে (অ্যাপসা) ‘রেহানা মরিয়ম নূর’ ‘সেরা সিনেমা’ হিসেবে পুরস্কার জিতেছে। একইসঙ্গে এ সিনেমার জন্য ‘সেরা অভিনেত্রী’ নির্বাচিত হয়েছেন আজমেরী হক বাঁধন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে অ্যাপসার ১৪তম আসরের বিজয়ীদের তালিকা ঘোষণা করেছে। ২৫টি এশিয়া প্যাসিফিক দেশের মোট ৩৮টি সিনেমা অংশ নিয়েছে এই আয়োজনে।

এর আগে, সিনেমাটি নিয়ে ৪৩তম সিভিল সার্ভিস (বিসিএস)- এর প্রিলিমিনারি পরীক্ষাতেও প্রশ্ন এসেছে। তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ ইউনিট’- এর ভর্তি পরীক্ষায় সিনেমাটি নিয়ে একটি প্রশ্ন ছিল।

এদিকে, সিনেমাটির মুক্তি সামনে রেখে বুধবার (১০ নভেম্বর) মহাখালীর স্টার সিনেপ্লেক্সে আয়োজিত হয়েছিল সিনেমাটির প্রেস শো। সেখানে গ্ল্যামারাস অবতারে হাজির হয়েছিলেন অভিনেত্রী বাঁধন। সিনেমাটি দেখে উপস্থিত সবাই প্রশংসা করেন। বাঁধনের অভিনয় দেখে কেঁদেছেন তার বাবা ও মেয়ে। বাবা, মেয়েকে জড়িয়ে কাঁদলেন আপ্লুত বাঁধনও।

‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপককে ঘিরে। যিনি পরিবার ও কর্মস্থল সামলাতে গিয়ে বেশ জটিল জীবনযাপন করেন।

কালের আলো/টিআরকে/এসআইএল