অপু বিশ্বাসের সঙ্গে কাজ করতে আপত্তি নেই বুবলীর

প্রকাশিতঃ 9:38 pm | September 28, 2021

শোবিজ ডেস্ক, কালের আলো:

বেশীরভাগ দর্শক মনে করেন অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে দা-কুমড়ার সম্পর্ক! শাকিব খানের ব্যক্তিগত জীবনে অপুর সঙ্গে বুবলীকেও কাঠগড়ায় তোলেন দর্শকের একাংশ। তবে বুবলী এসবকে ‘শ্রেফ গুজব’ বলে এড়িয়ে গেছেন সবসময়।

এবার নায়িকা জানালেন, অপুর সঙ্গে তার কোনো শত্রুতা নেই। বরং সুযোগ এলে, ব্যাটে বলে মিললে একসঙ্গে কাজ করতে আপত্তি নেই।

সম্প্রতি সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ সিনেমার শুটিং সেটে উপস্থিত সাংবাদিকদের অপু বিশ্বাসের সঙ্গে কাজ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘অবশ্যই কাজ করব, কেন করব না? যখন আমরা শিল্পীরা একসঙ্গে কাজ করি, তখন আমাদের মধ্যে এমন কোনও বিষয় থাকে না। বাইরে থেকে মানুষ অনেক কিছু চিন্তা করে। এমনও হয় আমাদের যে দেখাও হয় না। আমার কাছে ভালো গল্প এবং প্রোডাকশন হলে সবার সঙ্গেই কাজ করব।

শবনম বুবলী আরও বলেন, ‘অপু বিশ্বাসের সঙ্গে আমার কিন্তু দেখাও হয় না। তাহলে তার সঙ্গে আমার রেষারেশি কেনো থাকবে। কিন্তু মানুষ মনে মনে কথা কিছু ভেবে বসে থাকে। আমার কাছে ভালো গল্পের সিনেমা হলে সবার সঙ্গেই কাজ করার ইচ্ছে।

প্রসঙ্গত, ২০১৬ সালে শাকিব খানের হাত ধরেই রুপালি পর্দায় যাত্রা শুরু হয় সংবাদপাঠিকা শবনম বুবলীর। ক্যারিয়ারের প্রায় সব সিনেমাতেই বুবলীর নায়ক হয়েছেন শাকিব। ১ অক্টোবর প্রথম বার শাকিববিহীন ‘চোখ’ সিনেমা মুক্তি পাচ্ছে বুবলীর। এ সিনেমায় তাঁর নায়ক নিরব হোসেন ও জিয়াউল রোশান।

কালের আলো/টিআরকে/এসআইএল