মুফতি ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হচ্ছে

প্রকাশিতঃ 9:13 pm | September 28, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

বিভিন্ন গুজব ও ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের জেরে আটক মুফতি কাজী ইব্রাহীম প্রাথমিক জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে পারেননি বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ কারণে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রস্তুতি চলছে। নথিভুক্ত হওয়ার পর সেই মামলায় গ্রেপ্তার দেখানো হবে মুফতি ইব্রাহীমকে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতেই মামলাটি হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন।

তিনি বলেন, মুফতি কাজী ইব্রাহীম ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অসত্য তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি তৈরি করেছে। এ কারণে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবে।

কোন থানায় মামলা হবে জানতে চাইলে ডিসি ফারুক হোসেন বলেন, ‘যেহেতু তাকে লালমাটিয়া থেকে ধরা হয়েছে, সেহেতু মোহাম্মদপুর থানায় মামলা হওয়ার সম্ভাবনা বেশি।

এর আগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তরের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, মুফতি কাজী ইব্রাহিম করোনা নিয়ে মিথ্যা তথ্য প্রচার করেছেন। সম্প্রতি করোনার টিকা নিয়ে তার বিভিন্ন বক্তব্য ভাইরাল হয়। তিনি ফেসবুক ও ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলে আসছেন।

ডিবি পুলিশের একটি সূত্র জানায়, মুফতি ইব্রাহীম ফেসবুক, ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলে আসছেন। যা নিয়ে আলোচনা-সমালোচনা, বিতর্ক হচ্ছে। সেসব বিষয় যাচাই-বাছাই করতে তাকে আজ ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে তার বাসায় ডিবি পুলিশের উপস্থিতির খবরে ফেসবুক লাইভে আসেন মুফতি ইব্রাহিম। সেখানে তিনি বলেন ভারতীয় গোন্দো সংস্থা র-এর এজেন্ট, গুণ্ডা ডিবি পুলিশ তার বাসা ঘেরাও করেছে। ২০ মিনিটের বেশি সময় লাইভে কথা বলেন মুফতি ইব্রাহীম।

কালের আলো/টিআরকে/এসআইএল