কবে খুলছে গণ বিশ্ববিদ্যালয়?
প্রকাশিতঃ 6:57 pm | September 28, 2021

গবি সংবাদদাতা, কালের আলো:
দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর দেশের প্রতিষ্ঠানগুলো খোলার অনুমতি দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল চাইলে যেকোন দিন ক্যাম্পাস খুলে দিতে পারে। এমন নির্দেশনার পর সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) কবে খুলবে, সেটা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় খোলার তারিখ নির্ধারণে আগামীকাল (২৯ সেপ্টেম্বর) একাডেমিক কাউন্সিলের সভাও ডাকা হয়েছে। শিক্ষার্থীরা কি চান, তা জানতে এক জরিপ চালায় গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অংশগ্রহণকৃত ৩৮০ জনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীরা ক্যাম্পাস খোলার জন্য দুই সপ্তাহ (১১-১৫ অক্টোবর) পর্যন্ত সময় চান। ২৪ শতাংশ শিক্ষার্থী আগামী এক সপ্তাহের (৫ অক্টোবর) এর মধ্যে ক্যাম্পাস খোলার পক্ষে।
বেশিরভাগ শিক্ষার্থী দ্রুত ক্যাম্পাস খোলার পক্ষে মত দিলেও প্রায় ২০ শতাংশ শিক্ষার্থী পরবর্তী সেমিস্টার থেকে সশরীরে ক্লাস করতে চান। এক্ষেত্রে তারা অনলাইনে ক্লাস নিয়ে অফলাইনে পরীক্ষার বিষয়কে যুক্তি দেখিয়ে বিষয়টি বিবেচনার দাবি জানিয়েছেন।
এদিকে, দীর্ঘদিন যাবত অনলাইন ক্লাস-পরীক্ষায় হাঁপিয়ে উঠেছেন অনেক শিক্ষার্থী। সশরীরে ক্লাস শুরুর আগে অনলাইনে ক্লাস বন্ধের দাবি তাদের। একাধিক শিক্ষার্থী জানান, এখন অনলাইন ক্লাস বন্ধ থাকুক। কয়েকদিন শিক্ষক-শিক্ষার্থীদের বিশ্রামের দরকার। সারাদিন এভাবে অনলাইন ক্লাস করে মানসিক সমস্যার সৃষ্টি হয়েছে। অনেকের চোখে-মাথায় নানা ধরনের ব্যাধি হয়েছে।
এতদসত্ত্বেও বিশ্ববিদ্যালয় কবে খুলবে, তা নির্ভর করবে শিক্ষক-শিক্ষার্থীদের টিকা গ্রহণের সর্বশেষ তালিকা এবং শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার কথা মাথায় রেখে। একইসাথে সরকার এবং ইউজিসির অন্যান্য সকল নির্দেশনা বিবেচনায় নেয়া হবে।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস তাসাদ্দেক আহমেদ জানান, ‘সভায় টিকা এবং শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার বিষয়টি আমি জানাবো। আবাসনের বিষয়ে (১০-১৫) দিন সময় রাখার চেষ্টা করবো।’
কালের আলো/টিআরকে/এসআইএল