গাজীপুরে বিলে ডুবে ৩ কিশোরীর মৃত্যু, নিখোঁজ ১
প্রকাশিতঃ 4:51 pm | September 13, 2021

কালের আলো সংবাদদাতা:
গাজীপুর সদর উপজেলার পাইনশাইল এলাকায় গোসল করতে গিয়ে বিলের পানিতে ডুবে তিন কিশোরীর মৃত্যু হয়েছে। আরও এক কিশোরী নিখোঁজ রয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ও নিখোঁজের পরিচয় পাওয়া যায়নি। তাদের সবার বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে ওই চার কিশোরী পাইনশাইল এলাকায় বিলের পানিতে গোসল করতে যায়। এক পর্যায়ে চারজনেই বিলের পানিতে ডুবে যায়। এ সময় স্থানীয়রা খোঁজাখুঁজি করে একজনকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় অন্য তিন কিশোরী বিকেল ৩টা পর্যন্ত নিখোঁজ রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং ডুবুরিদল খবর দেয়া হয়েছে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক মিয়া জানান, প্রাথমিকভাবে তাদের খোঁজাখুঁজি করা হচ্ছে। এ ঘটনায় এক কিশোরী নিহত হয়েছে ও তিন কিশোরী নিখোঁজ রয়েছে। তবে এখানে পানির অনেক স্রোত।
কালের আলো/টিআরকে/এসআইএল