সারাদেশে র্যাবের অভিযানে ৫০০ দালাল আটক
প্রকাশিতঃ 12:01 pm | September 06, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
সারাদেশে একযোগে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সামনে সক্রিয় দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে আটক দালাল চক্রের পাঁচশ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
রবিবার (৫ সেপ্টেম্বর) র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
র্যাব সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (০৫ সেপ্টেম্বর) র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য সংস্থার নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে সারাদেশব্যাপী বিভিন্ন ধরণের দালাল চক্রের বিরুদ্ধে র্যাবের ১৫টি ব্যাটালিয়ন একযোগে অভিযান পরিচালনা করে।
ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, বিভিন্ন পাসপোর্ট অফিস, বিআরটিএ অফিস এলাকাসহ সারাদেশব্যাপী পরিচালিত ৬৮টি ভ্রাম্যমাণ আদালতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ২৪৮ জন দালালকে ৯ লক্ষাধিক টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়াও ২৪৯ জন দালালকে বিভিন্ন মেয়াদে সাজা/কারাদন্ড প্রদান করা হয়।
র্যাব জানায়, র্যাব-৩ এর একটি আভিযানিক দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অভিযানে ৩০ জন দালালকে আটক করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু ভ্রাম্যমান আদালতে দালাল চক্রের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

এদিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। দালালচক্রের সদস্যরা মিথ্যা তথ্য ও অপব্যাখ্যার মাধ্যমে সাধারণ মানুষ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত। অভিযানে ১৪ জন দালালকে আটক করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে। এছাড়াও ০৭ জন দালাল চক্রের সদস্যকে সর্বমোট ৩০,১০০/- টাকা অর্থদন্ড দেয়া হয়।
এছাড়াও র্যাব-২ এর একটি আভিযানিক দল আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অভিযানে ৩১ জন দালালকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৪ এর একটি আভিযানিক দল মিরপুর বিআরটিএ অফিস এলাকায় দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অভিযানে ১৩ জন দালালকে আটক করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিছুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে। এছাড়াও ০৫ জন দালাল চক্রের সদস্যকে সর্বমোট ৩৫,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সারাদেশে দালালচক্রের বিরুদ্ধে র্যাবের এমন অভিযানের ফলে সাধারণ মানুষজন স্বস্তি প্রকাশ করেছে। দালাল চক্রের বিরুদ্ধে ভবিষ্যতেও র্যাবের নজরদারি ও জোড়ালো অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব।

কালের আলো/ডিআরকে/এমএম
কালের আলো/আরএস/এমএইচএস