দালাল ধরতে ঢাকা মেডিকেলে র্যাবের অভিযান চলছে
প্রকাশিতঃ 1:30 pm | September 05, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আবারও দালালদের ধরতে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (৫ সেপ্টেম্বর) র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে দালালদের ধরতে অভিযান শুরু করে র্যাব।
তিনি বলেন, ঢামেকে দালালদের দৌরাত্ম্য বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে অভিযান পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত কয়েকজন দালাল আটক করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, দালালদের ধরতে র্যাব তাদের নিয়ম অনুযায়ী অভিযান চালাচ্ছে।
এদিকে র্যাব সদর দপ্তর থেকে একটি সূত্র জানায়, সারা দেশেই একযোগে দালালদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে র্যাব।
এর আগে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে গত ১০ জুন ঢামেক হাসপাতালে অভিযান চালিয়ে ২৪ জন দালালকে আটক করে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
কালের আলো/আরএস/এমএইচএস