আশুলিয়ায় কঙ্কাল উদ্ধার, ক্লু-লেস হত্যার রহস্য উদঘাটন করলো র্যাব
প্রকাশিতঃ 6:25 pm | August 31, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
আশুলিয়ার জামগড়া এলাকায় অজ্ঞাত গলিত মৃতদেহের (কঙ্কাল) পরিচয় উদ্ঘাটন করেছে র্যাব। ক্লুলেস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূলহোতা মো. সাব্বিরসহ ৩ জনকে বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
মঙ্গলবার (৩১ আগস্ট) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুলিয়ার একটি গার্মেন্টেসে চাকরি করতেন সাব্বির হোসেন ও তার স্ত্রী। সেখানেই তারা একটি বাসায় থাকতেন। সেই বাড়িতেই সাবলেট হিসেবে ভাড়া থাকতেন সাব্বিরের বন্ধু জয়নাল। বসবাসের সূত্র ধরে জয়নালের সঙ্গে সাব্বিরের স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে উঠেছে এমন সন্দেহ করেন সাব্বির।
পরে জয়নালকে হত্যার পরিকল্পনা করেন তিনি। বন্ধুদের সহযোগিতায় শ্বাসরোধে হত্যার পর জয়নালের মরদেহ ফ্ল্যাটের বাথরুমের ড্রামে রেখে দেন। এরপর আশুলিয়া থেকে পালিয়া আত্মগোপনে চলে যান।
র্যাব জানায়, গত ২৮ আগস্ট দুপুরে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় একটি ০৫তলা ভবনের ৩য় তলার রুমে ফ্ল্যাটের গোসলখানার পানির ড্রাম হতে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির লাশ পচে কঙ্কাল হয়ে যাওয়ায় নিহতের পরিচয় সনাক্ত করা সম্ভব হচ্ছিল না।

পরবর্তীতে, চাঞ্চল্যকর ক্লুলেস হত্যাকান্ডের প্রেক্ষিতে র্যাব-১ তাৎক্ষনিকভাবে নিহত অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় সনাক্ত এবং হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে দ্রুততার সাথে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে র্যাব হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহভাজন মোঃ সাব্বির হোসেন, মোঃ আনোয়ার হোসেন ও মোঃ সুরুজ আলীকে মানিকগঞ্ছ জেলা হতে আটক করে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে,সন্দেহভাজন আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত হত্যাকান্ডের সাথে তারা সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে এবং কঙ্কালপ্রায় গলিত মৃতদেহটি জনৈক জয়নালের বলে নিশ্চিত করে।

কালের আলো/ডিআরবি/এমএইচএ