কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা একা
প্রকাশিতঃ 9:06 pm | August 24, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ
গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা সিমন হাসান একা।
মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের (ভারপ্রাপ্ত) জেলার সৈয়দ শাহ শরীফ জানান, আদালত থেকে চিত্রনায়িকা একার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছানোর পর যাচাই শেষে সন্ধ্যায় চিত্রনায়িকা একাকে মুক্তি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাজধানীর হাতিরঝিল থানায় চিত্রনায়িকা একার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন এবং বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে একাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কালের আলো/টিআরকে/এসআইএল